হোতাম যদি সকাল বেলার
ছোট্ট কোনো পাখি,
রোজ সকালে দেখতে আমায়
মেলে দুটি আঁখি।


আমার মধুর গানের ছোঁয়ায়
উঠতে তুমি জেগে,
খিলখিলিয়ে উঠতে হেসে
তুমি সবার আগে।


ঘুম ভাঙলেই ফুল কুড়োতে
ছুটতে কুসুম বাগে,
ফুল গুলো সব পড়তো ঝরে
কত না অনুরাগে।


শিশির ঝরা ঘাসের ওপর
হাঁটতে কোমল পায়,
আদরে ভরা মলয় বাতাস
লাগতো এসে গায়।


ফুলের বনে সারা সকাল
করতে তুমি খেলা,
তাদের সাথে হেসে খেলেই
কাটতো সারা বেলা।