চলছে এখন হৃদয় মাঝে
ভাঙা-গড়ার খেলা।
নিত্যদিনের গল্প সকল
দেখছি সারা বেলা।


দেখছি পাখি দেখছি পশু
দেখছি গাছের ফুল।
মেঘে ভরা দেখছি আকাশ
নয়তো চোখের ভুল।


বইছে নদী বইছে বাতাস
উঠলো গাঙে ঢেউ।
রাত দুপুরে একলা কুকুর
ডাকছে যে ঘেউ ঘেউ।


চলছে পথিক পথের পরে
যাবে অনেক দুর।
বাজায় বাঁশি রাখাল বালক
শুনছি যে তার সুর।


দাঁড়িয়ে আছি শেষ বিকেলে
ভাবনা শত শত।
হয়তো কখন পড়বো ঝরে
ঝরা পাতার মত।


আলোর রথে হয়তো যাবো
সেই সে মধুর দেশ।
আঁধার রাতে ছুটিয়ে ঘোড়া
হবো নিরুদ্দেশ।


জীবন পথের পথিক আমি
জানিনা শেষ কবে।
এই জীবনের সকল ব্যাথা
হৃদয় মাঝেই রবে।


ব্যাথার ভারে জীর্ণ আমি
পাইনা খুজে পথ।
হারিয়ে গেছে আমার হিয়া
হারালো জীবন রথ।


তাইতো আজ ব্যার্থ আমি
জীবন ছন্নছাড়া।
জীবন যুদ্ধে হেরে গিয়ে তাই
আজকে সর্বহারা।