আজকের এই মধুর বেলায়
তুমি এলে হেসে।
দিনের আলো ফোটার আগে
এলে ভালোবেসে।


আকাশ তোমায় নিজের বুকে
রাখবে আজ ঢেকে।
তাইতো তুমি এসেছো আজ
সোনালী আলো মেখে।


কান পাতলেই শুনতে পাই
তোমার চরণ ধ্বনি বাজে।
গোপন মনের আবছায়াতে
এলে ভীষণ লাজে।


পথিক তুমি এসেছো হেঁটে
ধীর পদক্ষেপে।
পায়ের তলার মাটিও দেখ
উঠল কেমন কেঁপে।


সময় হোলো তাইতো এবার
ফুটলো গাছে কলি।
ফুলের গন্ধ ছড়ালো বাতাস
জুটলো যত অলি।