নদী কে ডেকে মেঘ বললো!!
বৃষ্টি হয়ে ঝরবো বুকে,
ভিজিয়ে দেবো আজকে তোকে।
আদরে সোহাগে ভরিয়ে দেবো!!
তোর শাড়িতে জল ছেটাবো।
তুই কি আমার স্বপ্ন হবি ?


বললে নদী শোনোগো মেঘ!!
ঝরোনা আজ আমার বুকে,
কাজে আছি সকাল থেকে।
তুমিতো এসে তুফান তোলো,
মনটাও আজ নেইকো ভালো।
তুমি বরং পরেই এসো!!


তুইতো ছিলি খরার দেশে!!
কদিন আগে ফিরে এলি,
এত দিন তো শুকিয়ে ছিলি।
চাইছি তোকে ভরিয়ে দিতে,
ভাসবি আবার নিজের স্রোতে।
ইচ্ছেটা কি নেইকো মোটে ?


না গো মেঘ, আমি যে নদী!!
বৃষ্টি আর চাই না নিতে,
তোমার ছোঁয়ায় মনটা মাতে।
পেয়েছি প্রমান হাতে নাতে,
ভিজবোনা তাই আজকে রাতে।
তার চেয়ে ভালো একটু কাঁদি!!


কাঁদবি কিরে ? হাসবি সুখে!!
বর্ষাধারায় ভিজবি যখন,
খুশির তুফান উঠবে তখন।
এই গরমে ভিজলে পরে,
সবার হৃদয় খুশিতে ভরে।
মনটা কি আর থাকবে ঘরে ?


সেই যে কবে হারিয়েছিলাম!!
ভালোবাসার মানুষটাকে,
এখনো ভাবি কাজের ফাঁকে।
তাইতো তোমার এমন ডাকে,
ভাবনা আসে ঝাঁকে ঝাঁকে।
ভিজবোনা আর একা একা!!