আজকে হঠাৎ বৃষ্টি এলো সারা শহর জুড়ে,
ভিজলো শহর চুপিচুপি সারাটি দিন ধরে।


ডাকছে মেঘ গুরু গুরু, পড়ছে জোরে বাজ,
তোমার কথা বারে বারে পড়ছে মনে আজ।


ঢুকেছে হাওয়া বসার ঘরে ঢুকছে জলের ছাঁচ,
ভিজছে দেখ হ্যাংলা কুকুর ভিজলো সকল গাছ।


মন খারাপের স্মৃতিরা আজ ঘুরছে মনে মনে,
ইচ্ছে গুলো মেলেছে ডানা, এমন বাদল দিনে।


ঘুরতে গিয়ে মেঘের সাথে প্রথম প্রেমালাপ,
বুঝিনি সেদিন বাদল দিনে বাড়বে রক্ত চাপ।


নাম জানিনা কোন সে মেঘ কি নামে যে ডাকি !!
তবুও তাকেই হৃদয় মাঝে গোপন করে রাখি।


নদীর বুকে উঠেছে আজ উথাল পাথাল ঢেউ,
অঝোর ধারায় ঝরছে বৃষ্টি চেয়ে দেখেনা কেউ।


মেঘ গুলো সব ঝর্না হয়ে ঝরছে অঝোর ধারায়,
দুইটি হৃদয় থমকে দাঁড়ায় রঙিন ছাতার তলায়।


বাইরে শুধু মেঘলা আকাশ রাস্তা এখন ফাঁকা।
কালো মেঘে সারাটি দিন সূর্য রয়েছে ঢাকা।


আকাশ ভেঙ্গে মেঘ ঢুকেছে ভিজছে শহরতলি,
হারিয়ে গেছে মনের মানুষ খুঁজছি অলি গলি।