নীড় হারা পাখি তুই চলে গেলি দুরে !!
কে ভেঙেছে তোর বাসা? বল দেখি মোরে।


সবুজ বনের সাথে তোর প্রেম জানি।
বাতাসের হুল্লোড়ে করে কানা কানি।


আয় বোস মোর পাশে বাসা দেব বেঁধে।
খেতে দেব তোকে আজ নানা পদ রেঁধে।


রেখে দেবো হৃদ মাঝে সোহাগে আদরে।
বেলা হলে যাবি উড়ে বাতাসের ভরে !!


পাখি তুই নিলি কেড়ে নিশীথের ঘুম।
তুই শুধু ছিলি পাশে রাত নি:ঝুম !!


গভীর রাতের মাঝে ছিলি মোর বুকে।
অনুভবে ছোঁয়া দিয়ে রেখেছিনু ঢেকে।


ছিলি পাশে সারা রাত স্বপ্নের ঘোরে।
চুপি চুপি চলে গেলি সেই কাকভোরে।


নীড় হারা পাখি তুই কোথা গেলি চলে ?
তোর খোঁজে দিশাহারা খুঁজি বনতলে।