ঘুমের ঘোরে আঁখির পলক
স্বপ্ন দেখে যায়।
নীরব রাতের মধুর পরশ
নয়ন চুমে যায়।


প্রভাত আলোর পরশ পেয়ে
ভাঙলো সুখের ঘুম।
মধুর আলোয় ভরলো ভুবন
লাগলো খুশির ধুম।


সুমধুর গীত ভেসে আসে ওই
কোন সে সুদূর হতে !
পাখির কণ্ঠে বেজে ওঠে সুর
সেই সে গানের সাথে।


শুনেছি মধুর রবীন্দ্র সঙ্গীত
আজকে ভোরের রাতে।
হৃদয় আমার পুলকিত হোলো
আজি এ নবীন প্রাতে।