অবশেষে এলো,
গোধূলি পেরিয়ে সন্ধ্যা।
তুমি গোদাবরী,
নয়তো অলকানন্দা।


তুমি কৃষ্ণা তুমি কাবেরী,
বয়ে চলো নেই ক্লান্তি।
তোমার ছোঁয়ায়
মনে পাই শুধু শান্তি।


তোমার জলেই
দেখি সকালের আলো।
তোমার জলেই
দেখেছি রাতের কালো।


তুমি অনন্যা
নেই যে তোমার তুল্য।
কত জনে বোঝে
তোমার অসীম মূল্য।


তোমাকে নিয়েই
লেখা হোলো কত ছন্দ।
তোমার ছোঁয়ায়
বাতাসও যে মৃদুমন্দ।


তোমার ওপরে
কত পাখি ডানা ঝাপটায়।
তোমার টানেই
ছুটে আসি প্রতি সন্ধ্যায়।