বর্ষা তুমি থেকোনা গো,
আর চুপটি করে ৷
ঝরো এবার অঝোর ধারায়,
তপ্ত ধরার পরে ৷


শান্ত করো সবার হৃদয়,
পুরাও মনের আশ ৷
এই গরমে পারছিনা আর,
করছি যে হাঁস ফাঁস ৷


ওগো বর্ষা তুমি নতুন রূপে,
এসো ধরায় নেমে ৷
আকাশ থেকে নামার পথে,
যেওনা যেন থেমে ৷


ধরায় এসে ভরিয়ে তোলো,
সকল নদী নালা ৷
শান্ত করো সবার মনে,
আছে যত জ্বালা ৷


উঠুক সেজে তরু লতা,
নরম কচি পাতায় ৷
ঢাকুক মাথা বৃষ্টি এলে,
রঙবেরঙের ছাতায়৷


গাছে গাছে ফুটুক কলি,
গন্ধে মাতুক ধরা ৷
ভরুক নদী কানায় কানায়
বিদায় নিক খরা ৷


সাঁঝবেলাতে আকাশ জুড়ে,
ভাসুক মেঘের ভেলা ৷
চাঁদ ও মেঘের চলুক আবার
লুকোচুরি খেলা ৷


জোনাকিরাও মনের সুখে,
জ্বালুক খুশির আলো ৷
ওগো বর্ষা তুমি ধরায় এসে,
মনটা রাখো ভালো ৷