পিপাসিত হৃদয়টাকে ভালোবাসার
বাঁধনে শুধু বাঁধতে চেয়েছিলাম।
তাই তাকে গোটা পৃথিবীর প্রতিটি
কোনায় খুঁজেছি,
কোথাও পাইনি খুঁজে।


কখনো পর্বত শিখরে, কখনো নদীতে,
কখনো বিশাল সাগরের মাঝে,
কখনো খুঁজেছি গভীর বনান্তরে।
এক বুক পিপাসা নিয়ে খুঁজে চলেছি,
পেলামনা কোথাও।


তবুও হৃদয়ে রয়েছে ভালোবাসার পিপাসা,
তাই বার বার ব্যার্থ হয়েও খুঁজে চলি।
খুঁজি দিনের আলোয়, খুঁজি রাতের আঁধারে,
জানিনা হৃদয়ের এই পিপাসা কবে মিটবে !!
তবুও অব্যাহত আছে আমার খোঁজ,
যতদিন পিপাসা আমার হৃদয়ে বেঁচে থাকবে।


খুঁজতে খুঁজতে অবসন্ন দেহে এলিয়ে পড়েছি
কোনো বৃক্ষের নিচে, পান করেছি কোনো
শান্ত নদীর জল মিটিয়েছি দেহের পিপাসা।
কিন্ত মনের পিপাসা আজও রয়ে গেছে,
হয়তো কোনোদিন মিটবে সেই আশা নিয়ে
থাকবো চিরকাল।