একদিন তাকে দেখেছিলাম রাইন নদীর ধারে,
বসেছিল আনমনে একটা পাইন গাছের নিচে।
নদী বয়ে চলেছে মাইলের পর মাইল,
দুধারে সারি দিয়ে দাঁড়িয়ে আছে উঁচু উঁচু বাড়ি।


দুর আকাশের বুকে ভেসে বেড়াচ্ছে,
নানা রঙের পাখির দল।
সে একলা বসে নিরালায় কারো প্রতীক্ষায়,
প্রকৃতি দেখে মনে হয় যেন এক মায়াবি দেশ।


তার অবাক দৃষ্টি কিছু খুঁজে বেড়ায়,
হয়তো তার হারিয়ে যাওয়া প্রেম।
যা হারিয়েছিল বহু বছর আগে,
তারপর কেটে গেছে অনেক বসন্ত, অনেক বর্ষা।


তবুও পায়নি খুঁজে ভালবাসার জন,
তাই আজও বসে তারই প্রতীক্ষায়।
এই রাইন নদীর ধারে, কত সময় কেটেছে
চোখে চোখ রেখে ঘন্টার পর ঘন্টা।


সময় বয়ে গেছে নদীর ধারার মতো,
কিন্তু সে আর ফেরেনি।
মন কিছুতেই মানতে চায়না, এক বুক আশা
নিয়ে শুধু ফিরে আসার দিন গোনে।


ফেলে আসা স্মৃতি গুলো মনে করিয়ে দেয়,
তার রেখে যাওয়া স্মৃতির অন্তরালে।
তাই সেই রেখে যাওয়া স্মৃতি বুকে জড়িয়ে
নতুন করে বাঁচার প্রচেষ্টা করে চলেছে।


সময়ের সাথে লড়াই করে আবার নতুন
করে তার বেঁচে থাকার প্রয়াস।
কিন্তু পারেনা, বার বার ফিরে আসে
এই রাইন নদীর ধারে হৃদয়ের টানে।