ভোর বেলাতে চেয়ে দেখি
নবীন আলোর ছবি।
জানলা দিয়ে বলছে রবি
কেমন আছিস কবি।


কানে কানে বললে আমায়
এখনো আছো শুয়ে !
দরজা খুলে বাইরে এসে
দেখ দেখি তুই চেয়ে।


ছুট্টে গেলাম বাহির পানে
দেখছি রঙের মেলা।
আকাশ ভরা রঙিন মেঘে
চলছে আলোর খেলা।


সবুজে ভরে মাঠের ফসল
দুলছে মৃদু বায়ে।
সোনালী ভোরে রবির কিরণ
লাগছে সবার গায়ে।


নবীন আলোর পরশ পেয়ে
ফুটল নানা কলি।
বনের পাখি উঠলো গেয়ে
সকল ব্যথা ভুলি।


মনের মাঝে উঠছে জেগে
শারদীয়ার ছবি।
কলম তুলে ফেলবো লিখে
ইচ্ছে গুলো সবই।