ফুলকে বলি রোজ সকালে
নতুন করে ফুটতে।
অলির কাছে গিয়েছে খবর
ফুলের মধু লুটতে।


খবর পেয়ে ভোরের পাখি
গাইলো মধুর গান।
ভোরের প্রথম হিমেল হাওয়া
জুড়ায় সবার প্রাণ।


ভোরের শিশির রাখলো কথা
ঝরলো ফুলের পরে।
এসব দেখে অলির হৃদয়
থাকে কি আর ঘরে।


বাইরে এসে বেরিয়ে দেখি
অঝোর ধারায় বৃষ্টি।
ভোর বেলাতে গেলাম ভিজে
ভিজলো সকল সৃষ্টি।


হৃদয় মাঝে উঠলো ফুটে
নানা রঙের ফুল।
তারই একটা দিতে তোমায়
করিনিতো ভুল।


খোঁপার মাঝে দিলাম গুঁজে
হৃদয় বাগের কলি।
বৃষ্টি ভেজা আজ সকালে
গিয়েছি সব ভুলি।


এসেছো আজ সাত সকালে
নীলাম্বরীর সাজে।
আকাশও তাই হারিয়েছে নীল
কালো মেঘের মাঝে।


ফুল ও কলির মিলন বেলায়
বর্ষা হয়েছে সাথী।
মেঘলা দিনে প্রেম চুম্বনে
উঠলো তারা মাতি।