রাত্রি শেষে মধুর ঘুমের পর,
ফুলের সুবাস ভরিয়ে দিল ঘর।


নীল আকাশে ভাসছে সাদা মেঘ,
উঠছে বেড়ে হাওয়ার গতি বেগ।


উঠলো ফেঁপে শান্ত নদীর জল,
ফুলে ফুলে সাজলো বন তল।


নদীর বুকে ভাসলো কত নাও,
কে গো তুমি মধুর সুরে গাও।


নদীর চরে পাখিরা করে খেলা,
ধীরে ধীরে বেড়ে চলেছে বেলা।


এমন সময় উঠলো বেজে ফোন,
বাংলা গানের মিষ্টি সে রিং টোন।


পাড়ার মোড়ে ভীড় জমলো কত,
ছুটলো গাড়ী পথের উপর যত।


ঠাণ্ডা হাওয়ায় উড়ছে মাথার কেশ,
মাখতে গায়ে লাগছে যে আজ বেশ।


জানলার ধারে আছি বসে চুপ,
নয়ন মেলে দেখি প্রকৃতির রূপ।


চলছে রিক্সা বাজিয়ে বাঁশির সুর,
যাত্রী নিয়ে চলেছে অনেক দুর।


হৃদয় মাঝে মন খারাপের গান,
কার তরে আজ চমকে ওঠে প্রাণ।


যে গেছে সে আসবে কবে ফিরে ?
মন কাঁদে আজ শুধুই তাকে ঘিরে।


হৃদয় মাঝে তার ছবিটাই আঁকা,
সে ছাড়া আজ সকল কিছু ফাঁকা।