আকাশেতে ছোট কি!
ভুক্ষারের দেখে মনে হয় জলসানো রুটি,
জলন্ত এক পিন্ড
তারি আলো এতে চমক দিয়েছে দৃশ্য।
অনেক মনোবাসনার পরে
গোধূলি মেলার শেষে দেখতে পাই তারে,
সে কি অপুরুপ করেছে দৃশ্য।
বর্ণনা নাই তার!
যামিনীর সুদৃশ্য,
অপ্রকৃতিতে প্রকৃতির হাঁসি,
ঘন ঘন হাওয়া, নিবু নিবু আলো
দেখে যেন মনে হয় এইতো জীবনানন্দের রুপশী বাংলার চাওয়া।
এই মায়াবী রজনীতে
চারিদিকে সবুজ অরণ্য হয়েছে কালো,
তারি মাঝে চাঁদের হাঁসি লাগছে ভালো।
এই ভালো লাগায় বুকে ধরে তাকে
ঐ সুদূরে নদী করছে অহংকার
ভালোবাসায়।
এক রোদেলা ভোরে দিবাকর এসে ধীরে
নিয়ে যায় তাকে কেরে।
দেখা যায় না শশধরকে আর
কিন্তু আরালে সে ঠিকি হাঁসে।
দেখা যাবে তাকে আবার সেই সায়াহ্নে।