কবির সঙ্গে কাটছিল কাল জগত সভায়-
আনন্দ ক্ষণ যায়-আসে-যায়, দাঁড়ায় এসে;
মহাকালের কোন আবরণ? কোন আভরণ...
সব কালিমা মুক্ত এবং খনন যোগ্য
দাঁড়ায় এসে; দহন যোগ্য...
দাঁড়ায় এসে


জলখাবারের সঙ্গে আসে খননযোগ্য
মহাকালের সব আভরণ দাঁড়ায় এসে।


কবির সঙ্গে মগ্ন ছিলাম; যায়-আসে-যায়
কাব্য-হরণ
মহাকালের শেষ কথাটি...