আপন মনে খেলতে খেলতে এক্কা দোক্কা
শীত এসে যায়; মেলা মাঠের নাগরদোলা,
বাঁকা হাসি, হাতছানি আর মন উতলা।


আপন মনে খেলতে খেলতে এক্কা দোক্কা
বোনের বিয়ে, পিতৃ-বিয়োগ; আমার ঘরে
স্বপ্নলোকের আজব পুতুল বায়না ধরে ।


আপন মনে খেলতে খেলতে এক্কা দোক্কা  
জমাট বাঁধে রক্তে গাঢ় বিশ্বাসেরা,
আর দেরি নয়- জানিয়ে দিলো নিঃশ্বাসেরা।


এক্কা দোক্কা  খেলতে খেলতে  আপন মনে
বেড়িয়ে আসি শ্রীবৃন্দাবন, বুদ্ধগয়ায়।
খেলতে খেলতে আপন মনে শীত এসে যায়।


খেলার ফাঁকে হঠাৎ করে শীত এসে যায়।