আরও হবে জমজমাট আড্ডা, হবে গান, কবিতাও;
একটা বিরতি নিতেই হচ্ছে, যাবেন না কোত্থাও।


চিন্তা কিসের? শিশুদের হাতে তুলে দিন হরলিক্স,
চার বছরের বাচ্চাটি যেন রিয়ালি অ্যাবোভ সিক্স!
দিনে তিনবার দাঁত মেজে নিন নুন দেয়া কলগেটে;
শক্তসবল মাড়ি, দাঁতে যেন হীরক পড়বে ফেটে।


আজ আমাদের বিশেষ অতিথি স্বাধীনতা সংগ্রামী
সমরেশ সেন; তিনি বলবেন দেশের মুক্তিকামী
মানুষের সাথে তার যোগাযোগ- বিরল অভিজ্ঞতা;
শুরু করা যাক- প্রথমেই তাঁকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা।
সেন মহাশয়, শুনেছি আপনি কবিতা এবং গানে
জাগিয়েছিলেন আমজনতাকে দেশমাতৃকা ত্রাণে?


'... ঠিকই শুনেছেন, দেশটা তখন ব্রিটিশের খেলামাঠ;
আমরা নেহাতই আগাছা-শমল...
                                      প্লিস একটা কাট -
মুক্ত বাতাসে প্রাণ ভরে যাবে, মশা হবে অফসাইড;
জমে যাবে খেলা, জ্বালিয়ে রাখুন অ্যাডভাণ্সড গুডনাইট।
জ্যোতিষার্ণব গোল্ড মেডালিস্ট বেহালায় আশ্রম,
বারাসতে সোম-বুধ-শনি, সাইট ‘যোগেন্দ্র ডট কম’।


সেন মহাশয়, আজ শুভদিনে কালজয়ী সেই গান
শ্রোতাদের যদি দু’একটা কলি কিঞ্চিৎ পরিমান...


-‘বয়স হয়েছে, স্মৃতি বিভ্রাট, দেখা যাক, ভুল হলে
ক্ষমা করবেন...'
                চার ফোঁটা দিন উজালা স্বল্প জলে;
সূর্যের মতো উজ্জ্বল জ্যোতি পোশাকের অবয়বে-


সেন মহাশয়, একটা কবিতা শোনাতে কিন্তু হবে!


অনুষ্ঠানটি নিবেদনে ছিল কোকাকোলা, পিওরিট;
সহনিবেদক ভলিনি, নোকিয়া, থামস আপ, কালো হিট।


আরও হবে জমজমাট আড্ডা, হবে গান, কবিতাও;
একটা বিরতি নিতেই হচ্ছে, যাবেন না কোত্থাও।