পেঁয়াজ! পেঁয়াজ! পেঁয়াজ!
বউ ঘরে নেই যে আজ
গেছে বাপের বাড়ি
মুখটা কালো হাঁড়ি
দুচোখ জবাফুল
কেবল হুলস্থুল
আমার কপাল গুণে (?)
এমন অলক্ষুণে
বউ পেয়েছি, আহ!
তার যত আগ্রহ
আমার নিন্দেতেই
আজ সে ঘরে নেই।


ভাবছি আপন মনে
বৃথাই অকারণে
বউকে দিচ্ছি দোষ
আপশোস! আপশোস!


কী আর উপার্জন?
বাজারে গর্জন –
আগুন! আগুন! আগুন!
ভাগুন ক্রেতা ভাগুন।


আমিষ তো সেই কবে
ছেড়েছি গৌরবে
কাড়বো না আর প্রান
ত্যাগেই পরিত্রান।
কিন্তু কি তাই বলে
সব্জি ছাড়লে চলে?
ছাড়তে ছাড়তে সবই
এ অখ্যাত কবি
জেনেছে এই সার
বউ যদি বারবার
অকথ্য কয় মুখে
তবু এ মুল্লুকে
পেঁয়াজের যা ঝাঁঝ
মাথায় পড়ে বাজ
বুঝেছি সম্প্রতি
এই জীবনের অতি
সহজলভ্য মউ
কেবলমাত্র বউ।