উলঙ্গ বনের বিবর্ণ গাছের ডালে
নিঃসঙ্গ শেষ পাতাটি রুক্ষ মাটির কোলে
ঝরে পড়ার অপেক্ষায় দুলছে হাওয়ায়
ছোট্ট পাখিটি নাচছে তারই অন্তরালে ।


পাতাঝরা বন পাগলা হাওয়ায় ছন্নছাড়া
শ্যামলীমা প্রেম আজ পীতরাগ,দিশাহারা
নগ্ন বনে ঝরা পাতার মৃত্যুস্তূপে
বৃথাই প্রানের খোঁজে ঘোরা ফেরা ।


উড়ল পাখি, ঝরল শেষের সে পাতাটিও
নিভল প্রেমের নিভু নিভু দীপশিখাটিও
হে ! ছোট্ট পাখি, দোহাই তোমার
পাতা ঝরা বনে তুমি 'ফাগুন এনে দিও'।


(কৃতজ্ঞতা : ফরাসী কবি তেওফিল গতিয়ে
রচিত পৃথ্বীনাথ মুখোপাধ্যায় বাংলায় অনূদিত
'শেষ মিনতি' কবিতায় অনুপ্রানিত)