বেদুইন মনটা আমার
উদ্দেশ্যহীন বিচরণে
বার বার ফিরে গেছে
সুদূর অতীতে -


মেলেছে ডানা বনের উন্মুক্ত পরিসরে
উড়ে গেছে পার্কের বেঞ্চে নিশ্চিন্ত অবসরে ।
কখনও লুটিয়েছে হলুদ সর্ষে ক্ষেতে
গায়ে পরাগরেণু মাখবে বলে ।
আবার চড়েছে শৈল শিখরে
নিচের পৃথিবীটা কেমন দেখবে বলে ।


মেঘেদের বুক চিরে
নিঃসীম নীল আকাশে দিয়েছে পাড়ি,
অজানার আহ্বানে ।
চড়েছে দুরন্ত ছুটন্ত ট্রেনে
নিকষ আঁধারে মোড়া সুড়ঙ্গটা
পার হ'তে অকারণে ।


জাহাজের মাস্তুলে চেপে
ভেসেছে সুনীল জলধির বুকে
শান্ত শীতল হবে ভেবে ।
মধুলোভী ভ্রমের মত ঢুকেছে
প্রেমিকার অচলায়তনে
আলতো ছোঁয়ার লোভে ।


বয়সের ভারে ন্যুব্জ আমি
সঙ্গী এখন ভাঙা হৃদয়, ভাঙা মন
তবুও বেদুইন মনটা আমার
বাগ মানে না, মানে না বারণ ।


            \০/
             / \