তুমি কোনদিনই কাদম্বরী হতে পারলে না
আমিই বা রবীন্দ্রনাথ হতে পারলাম কই !
লেখা হল না আমার কোন 'শেষের কবিতা'
যেমন ছিলেম একা, তেমনিই একা রই ।


তুমি না হয় আমাকে ভালো বন্ধুই ভেবো
তোমাকে তো তাই ভেবে এসেছি বারবার,
জানিনা একদিন তুমি হারিয়ে যাবে কিনা
আমি তো তোমায় চাইনা হারাবার ।


তবুও স্মৃতির যানজটে ঘিরে
নেমে এলে রাত শহরে শহরে
দূরপানে চেয়ে তোমার অপেক্ষায় রই,
বহুদিন পরে লেফাফার মোড়কে
তোমার চিঠি এলো রোয়াকে
ইতি-তুমি কোথায়? রয়েছে ভুল সই !