একাকিত্ব, একাকিত্ব, একাকিত্ব...
ক্লান্ত পান্থ, আমিও ক্লান্ত ।
কোন কাজ একা হয়েছে শুনি ?
জন্ম কি একার ফসল ?
পুরুষ কিংবা নারীর একার ?
শ্মশান যাত্রায়ও থাকে শ্মশান বন্ধু ।


আমি জানি, আমি মানি -
'শেষের সে দিন ভয়ংকর'।
তার আগে আমার দোসর হও,
হে সুন্দরী! তোমার এক ঝলক রূপ
আমায় দাও তাতে অবগাহন করি ।
এক মুঠো প্রেম ধরে দাও
আমি প্রেমময় হই ।
নিদেন পক্ষে একটুকরো হৃদয়
তো দাও, তাকে ভালবাসি ।
ত্রিশ বছরের অবদমিত যৌবনের
হক মেটানোর সঙ্গিনী না হয় হও,
ঘুচে যাক আমার একাকিত্বের
আইবুড়ো নাম ।