'স্বপ্ন আমার হারিয়ে গেছে'
তুমিও হারিয়েছ দূরে,
হৃদয়-বীণার তার ছিঁড়েছে
তাল কেটেছে সুরে ।
তোমার আসন যেমন ছিল
তেমনি আছে পাতা,
যেদিকে তাকাই শূন্যতাই পাই
বুকে বাজে দারুণ ব্যথা ।
জানি না তুমি কেমন আছো !
বেধেছ কি নতুন ঘর ?
তুমি কি আমায় গেছ ভুলে
আপন করেছো পর ?
খুঁজেছি অনেক, পাইনি তোমায়
হাজার জনতার ভিড়ে,
তোমার আশায় পথ চেয়ে আছি
আসবে কি তুমি ফিরে ?
দুঃখ-ব্যথা, মান-অপমান
কিংবা দ্বিধা-দ্বন্দ্ব,
সব ভুলে এসো ফিরে
ফিরুক জীবনের ছন্দ ।
বুকের মাঝে রাখব ধরে
হারাতে চাই না আর,
এ নয় শুধু কথার কথা
এ যে অঙ্গীকার ।