'নষ্ট পুরুই' নইকো আমি
তুমিও 'নষ্ট নারী' নও
কারোর পথ নয় বাঁকা ।


প্রাত্যহিক নৈকট্যে
প্রেম নষ্ট হওয়ার ভয়ে
শুধু একটু সরে থাকা ।।


ইচ্ছ-মনে সায় দিয়ে
কিছুটা সময় নষ্ট করে
লাগছে না আর ভালো ।


দেখবে হয়তো পৌঁছে গেছি
যখন আকাশ ভরা
নষ্ট চাঁদের আলো ।।