অনেক সাধের খেলাঘর বেঁধে
প্রোথিত বিশ্বাসকে আঁকড়ে ধরে
বেশতো কাটছিল জীবন ।


সহসা কোন বৈশাখী-ঝড় এসে
খেলাঘরে বেহিসেবী ঝাঁকুনি দিয়ে
বিশ্বাসের শিকড়ে দিল টান ।।


সে টানে শিকড়টা গেছে ছিঁড়ে
জরাসন্ধের মত ছিন্ন হয়ে
দু'ভাগ হয়েছে সুখ ।


শরীর দু'টো জীবন্তই আছে,
বিছানাটাও একই আছে
কেবল দু'দিকে রয়েছে দু'টো মুখ ।।