তোর কপালের লাল টিপটায়
আমার মনে সূর্যোদয় ।
চোখ দুটো তোর ডাগর ডাগর
চোখ তো নয় - অথৈ সাগর ।


ঠোঁট  দুটো তোর গোলাপ দল
জ্বলছে বুকে প্রেমানল ।
তোর হাসিতেই মুক্তো আছে
কাজ কি আমার সাগর ছেঁচে !


তোর বুকের ওই উজান টানে
সাড়া জাগে যে গহিন প্রাণে ।
তোর ' সর্বনাশা গালের টোলে‍ '
বুকের ভেতর লহর তোলে ।


কেন তুই আর থাকবি দূরে !
চল না , চলে যাই অচিনপুরে ।