সপ্নে
তোমার সাথে দেখা হলে
তুমি কত কাছের হও ।
তুমি যেন এক টুকরো মেঘ ভাঙা রোদ
জানালার ফাঁক দিয়ে এসে আলোকিত কর ।
(অথবা) এক ফালি চাঁদ-চোয়ানো জোছনা ,
বারন্দায় উঁকি দিয়ে যাও ।
মনটা তখন উথাল-পাথাল করে ।
তুমি আসো , কাছে বস ;
তুমি মাতো , আমায় মাতাও ;
মৌতাতে মাতি আমরা --
যেন স্বর্গ-সুখ বা আরো কিছু ।


বাস্তবে
তুমি যেন ধরা-ছোঁয়ার বাইরে,
ধরা দিয়েও দাওনা ধরা ।
যখন ভাবি এই তো হাতের মুঠোয়,
তখন দেখি সরে সরে তুমি অনেক দূরে ।
তোমার হাতছানিতে আগুয়ান আমি
যেন মরীচিকার পিছু ছুটছি-
না পাওয়ার বেদনা পেয়ে বসে,
শতধা মনটাকে কুঁড়ে কুঁড়ে খায় ।
ছিন্ন বীণার তারে সুর তোলার
বৃথা চেষ্টায় মগ্ন আমি ।


স্বপ্ন-বাস্তবের এ ব্যবধান
ঘোচাতে পার না তুমি ?