একটা দমকা হাওয়ার মত
হঠাৎই তুুমি এসেছিলে,
তারপর সব এলোমেলো করে দিয়ে
কোথায় যেন হারিয়ে গেলে !


তুম কি জানো ?
যে জীবন নিয়ে তুমি ছুটে বেড়াচ্ছ
নিজের তৈরি কক্ষ পথে
তার বাইরেও একটা জীবন আছে-
যে ছুটে বেড়াচ্ছে দুরন্ত গতিতে
তোমার শুধু তোমারই খোঁজে ।
আজও তোমায় খুঁজে বেড়াচ্ছে
ঘরে-বাইরে, পথে-প্রান্তরে
ফিরে পেয়ে আপন  করে নেবে বলে ।
তুমি কি  তা কখনও দেখতে পাও ?


তার না বলা কথায় ভরা ঝুড়িটা উপুর করে
সে একা একা কথা বলে তোমার সঙ্গে
তুমি কি এখন সে কথা শুনতে পাও ?