ভাগ্যের চাকাটা নিয়ে খেলতে খেলতে
আজ খাদের কিনারায় দাঁড়িয়ে -
চঞ্চল মস্তিস্ক , কাটা ছেঁড়া মন নিয়ে ভাবি
আর একটু কি এগুনো যায় না ?


কৈশোর , যৌবনের না পাওয়ার
অনেক স্মৃতিই তো মনে পড়ে
তবুও পাওয়ার নেশায়
আর একটু ছুটতে মন চায় ।


সামনে যে অতল খাদ
আর তো ছোটার উপায় নেই ;
ক্ষান্ত হই ।


ভাগ্যের চাকাটা এবার ছেড়ে দিতে হবে
তার স্বাধীন কক্ষপথে ঘুরবার জন্য -
সেই যে ভাগ্য নিয়ন্তা ।