সূর্যোদয়ের রক্তিম আভা
                আমায় প্রেরণা দিত ।
কৃষ্ঞচূড়ার আগুনে রঙ
                আমায় মাতল করত ।
'মানসী‍'-কে লাল গোলাপটা
                দিতে পাগল হতাম ।
ওর সিঁদুরের লাল টিপটা
                আমায় মুগ্ধ করত ।


লাল আমি বড্ড ভালবাসতাম ।।


'মানসী'-কে বাঁচাতে রক্ত চাই -
                জুটল অতি কষ্টে ।
সোজা নয়, বাঁকা নয়,
                নিকষ কালো পথে ।
অভিমানী 'মানসী' বাঁচেনি
                রক্তটা যে কালো ছিল ।
তার প্রতিবাদী চিতার ধোঁয়ায়
                অস্তগামী সূর্যটাকে দেখলাম কালো ।


লাল আমি আর ভালবাসি না ।।