মোহিনী মায়াবিনী বিন্যস্ত শয্যায়
পাতা প্রস্তুত শরীর বার বার কেঁদে কয়,
কে তুমি আমায় অবিন্যস্ত করে দাও?
অনাস্বাদিত স্বাদ পেয়ে
সুখ সাগরে ডুব দিয়ে
বলেছিলে - জন্ম জন্মান্তরে আমার হও।
চাইতে নেই , নেই পেতে
তবুও চেয়েছিলাম তোমার হোতে
পালটে নিয়ে অন্ধগলির ঠিকানা ।


মাতৃত্বের অহংকারে বয়ে বেড়ালম তোমার সত্তা,
গর্ভ-যন্ত্রণা ছাপিয়ে গেল জঠর-জ্বালা,
মধুমাসে কোকিল ডাকল, তোমার ডাক এলো না ।
তোমার অস্তিত্বকে
অনাদৃত মাতৃত্বের মোড়কে ঢেকে সযত্নে দূরে রেখে
বঞ্চনা,অবহেলা, ঘৃণার টিপ এঁকে
নিঃসম্বল আমি আজও বেঁচে আছি
বাজারের পণ্য হয়ে -
হ'ল না আমার ঠিকানা বদল ।