আকাশ আমায় সঙ্গী কর --
একবার তোমাকে ছুঁতে দাও,
তোমার নিঃসীম সাম্রাজ্যে
জলদে ভর করে বিচরণ করি ।
দূরবীন-চোখ দিয়ে ফেলে আসা
সর্বংসহা পৃথিবীটাকে দেখি,
সে কেমন আছে ।


বাতাস আমায় সঙ্গী কর --
উড়িয়ে নিয়ে চল সেই বলয়ে
যেখানে গেলে বুকের হাপরে
ইচ্ছেমত ভরে নিতে পারব
তোমার বিশুদ্ধ ভগ্নাংশকে ।
ফুসফুসটা ভরে উঠবে
তরতাজা 'রক্ত গোলাপে'।


পাহাড় আমায় সঙ্গী কর --
যেন তোমার পাশে স্থানু হয়ে
মেদিনী ফুঁড়ে অতলান্তে
শিকড়টা মজবুত করতে পারি ।
মৌন-কঠিন, উদার হয়ে
শিরদাঁড়াটা সোজা রেখে বইতে পারি
বিশ্ব ব্রহ্মাণ্ণ্ডের অযাচিত বোঝা ।