ভাগ্যিস  কলম তুমি  ছিলে।
নাহলে বলতে পারো কী নিয়ে থাকতাম?
বেদনার সমুদ্রে প্রিয় স্বজনের রক্ত শুধু রক্ত..
এই রক্তে ভেসে ভেসে শূণ্যতার পাহাড়  ডিঙিয়ে
মুক্তির নতুন স্বপ্নে মৃতপ্রায় জাতিকে জাগায়-
  সেই তুমি  ছিলে বলে আজ আছি।
যখন গহীন  অনুভূতি ! ঢেউ  ভাঙে চরচর,
পূর্ণিমাকে হাতে নিয়ে  অমাবস্যা তাড়াতে যখন;
পারিনি তুমি  আধার  হয়ে নেমে এসেছিলে।
   সুখস্রোতে গা বাঁচিয়ে চলা উদাসীন  মন যখন,
একা  নির্জনে  বসে চিৎকার করে আর্তনাদ করে-
কলম তোমাকে  তখন তিব্র  আঘাত  করেছি।
দিবসের  ক্ষুদ্র গণ্ডি পার হয়ে কালের  পাতায়,
হাজার বার তোমাকে  পেয়েছি নিজের মতো করে।
যখন স্বপ্ন ও সংসার  পরস্পরের মুখোমুখি  বসে;
করে কথালাপ  তুমি  তার একমাত্র  প্রমাণ ছিলে।
আজ সব ফুরিয়ে বৃষ্টি  হয়ে আলাদা  খোয়াই,
একটা ক্ষয়ের মূর্তি কী সুন্দর  কলমের ভাষা হয়ে যায়।
অন্ধকারের ভেত্তর একটা মন কেমন রাখা থাকে।
তা শুধু  তুমি  জানো, তাই হয়তো আজ আছি।