আমার শব্দ গুলো অপরিচিত  পৃথিবীর শহরে,
মৃদুমন্দ সূর্যস্নাত আগুনের মাঝে যেন শঙ্খ ধ্বনি !
তখনই  বৃষ্টি ভেজা দুরন্ত  স্রোতের  যাবতীয়  প্রশ্ন;
ও স্বচ্ছ উড়ন্ত দেশের সোহাগে মেতে উঠতে চায়।


যে শরীরে  বিপন্নতার উষ্ণতার প্রলাপ  আঁকে,
সেই শরীর  আজ দীর্ঘ পথ প্রহরীহীনা।
নদীর  তীরে  মৃত্যু রাগ  শব্দ কথক,
চোখ মেলই খেয়ালি নির্জন  নীল সরোবর।


রহস্যে রচিত  গল্প কিংবা  উপন্যাস ,
প্রতিটা রাতেই ভেঙে  ভেঙে  নিজেকে  পায়।
অযথা  পোড়া পালক উত্তরহীন মৌনতায়;
একবার  উন্মুক্ত  হও না মাটির  গন্ধে কিংবা -
আকাশের রাঙা  গায়ের আলোতে।


আর খুব  কান্না হয় সেই  আলোহীন শিখার;
যারা পথহীন  শূন্যতায় সহস্রা রক্তাক্ত।
দু -বেলা ভাত জোটাতে দেহাতি দহনে পুড়তে হয়,
খরচ হয়ে যায় সমস্ত  আহত  নিয়মে।
ভাষায়  শুধু  থাকে তখন খুচরো  ইনাম !


হাজারি গোধূলির মেঘ খেলায়  ভাসে,
এক জন্মে হবো না হয়  গানের ফেরিওয়ালা!
আঙুল  ছোঁয়ানো  দামী অক্ষরেরা  ভেসে,
যাবে অদ্ভুত  প্রান্তরে  শুধু  সুর হবে না হয় ফকিরের।