দুই বা দুইয়ের মধ্যে কিছু  প্রশ্ন থাক,
ধূসর পাহাড়ে নীল- সাদার ভালোবাসা -
কখনো  উত্তর  হয়ে উঠেনি।
লিপি চিত্রতে  আমি  মানুষ  দেখেছি,
দেখেছি ভাঙা বুকের অকূল  অন্ধকার।


দুই বা দুইয়ের মধ্যে কিছু  প্রশ্ন থাক,
মেঘের  উত্থান সময়  আটকাতে  পারে?
তবুও  হাজার  বছর  অপেক্ষা !
হীরক চূর্ণ হোক  আজ  অগ্নি ঘুঙুরে,
আমি  শুধু  দেখলাম;
তোমার  আধিপত্য মাঝখানে শুধু -
লক্ষণ রেখায়  অভিসার।


দুই বা দুইয়ের মধ্য কিছু  প্রশ্ন থাক,
ভালোবাসা  সারিয়ে তুলে পৃথিবী,
শুধু  হিসেব  মিললেই হলো।
সেই ফিরে দেখার সময়  আমার  নেই,
অক্ষমতা  যদি  শিরদাঁড়ার  আবিষ্ট  করে-
তখন  প্রত্যাশা  গোত্রহীন আমায়-
শর্ত মেলায় বুকের অকপটে সীমাহীন  প্রশ্রয়,
ছন্নছাড়া  দেদার  ঘুরে দাঁড়ানোর যুদ্ধের!