আমার  শব্দের অপিচ্ছিল বোধ,
কিংবা  শিশিরে র্নিঘুম  বসন্ত,
সবটাই যদি জোছনা চিঠিতে -
লিখে রাখতো তাহলে  জানতে;
কবি রাতের উল্লাসের অংশে  ,
ঠিক  কতটা ভালোবাসা !
শুধু  এই জন্মের  দিন  নয়  কবি,
প্রতিটা দিন   সুগন্ধ আতরে-
এমনিই পথ চলা  সাক্ষী থাক।
মহাদেশে হাজার বছর,
পথ চলায়  ভালোবাসা ঠোঁট,
ছুঁয়ে  থাক আষ্টেপৃষ্ঠে ।