কতবার  পাল্টে  গেছে বোঝাপড়া ,
সেই পথ চেয়ে শুধুই  শূন্যতা।
আমায়  এপিফাইটিক অর্কিড  ছুঁয়ে  যায়,
যার সহস্র  গন্ধে সহসা মিশে থাকবে স্থৈর্য।
অমরত্বে  থাক না কিছু  প্রশ্ন ডাকবক্সের;
পুরনো  খামে।
মানুষ  বড্ড ক্ষণিকের,
আলোর তোড়ে খুঁজে  না  নীল  নদ !
যদি  শুষ্ক গ্রন্থিকে  আবার ও প্রাবৃট ভালোবাসে;
তবে মানুষ  কেন কথার ফাঁকে  প্রশ্নের দেওয়াল তুলে?
আমি  ও এপিফাইটিক অর্কিড হতে চাই,
সযত্নে গা ভাসাই আগামী দিনের  ভালোবাসায়।
আজকাল  আর ইচ্ছে হয় না,
কোনো সূত্রে বাঁধা পড়ি !
শৈবালের  মতো  একান্ত  জীবনে ,
গহীন  দেশান্তর।


বৈরাগ্য  স্বভাববশতই মফস্বলের মতো-
প্রলাপ  গড়িয়ে  গোপনে উষ্ণ আলো জ্বালায়।
সোজাসুজি  কথা বলা মানুষ গুলো পথের-
মাঝেই  সন্ধি করে প্রতিবিম্বের সঙ্গে !
নিভন্ত হৃদয় জুড়ে  আলোক জুটে;
যেমন একতারায় বাজে  ভাটিয়ালি সুর।
তাই মনের  মাঝে আবার  জাগে,
পরিশেষে আশ্রয় খুঁজে  সুদূর পিয়াসে,
আমি  ও যে  ওদের মতোই জীবন  গন্ধে   -
এপিফাইটিক  অর্কিড হতে চাই !!