বহু দূর  থেকে ভেসে আসে,
হাহাকার  চিৎকার  মৃত্যুর গান।
আজ বেদনা মিশ্র পৃথিবী স্তব্ধ,
মৃত তরল কেমন স্বাদের আজ
ভয়ে জর্জরিত  মানুষ  বুঝে;


  শুকনো পাতার মতো বিভঙ্গে,
   ভেঙ্গে পরে। চারিদিকে আজ
      সব কেমন  শ্মাশান বৃক্ষ!


       ভাইরাসের ভয়ে দুশ্চিন্তার,
           ছায়া পরে সবার  মনে।
        শুকিয়ে  আসে চোখের জল,


       সামনে  শুধু ধূ-ধূ   ফাঁকা;
        অসর্তকের তুষার  ঝড়।
         নীরবতার গ্যালারিতে,
         উল্কার আগুন  নাচ।


           নৈঃশব্দের প্রচীর,
           উঠল দুলে মৃত্যু-
          যেন মনের দরজায়;
           কড়া নেড়ে  উঠে।


         বিদ্রোহ সব বই -এর পাতা,
           ইতিহাসের পাপক্ষয়।
            আত্মার আলো জ্বালিয়ে,
             পরমাত্মাকে যাই খুঁজে !