ইমোশনালের গোটা  আবরণে,
ওরা শুধু  যুদ্ধের সাজসাজে।
মানুষ সৈনিক ভাঙতে  জানে,
ধর্ম উচ্ছাসে মানুষের মলীন-
সমাজ  এ শুধুই  স্তব্ধতায়।


জোড়া সংলাপে স্বপ্নের টেলিস্কোপে,
গা ভিজাতে কে না চায়?
কিন্তু  আজন্ম ভাঙা -গড়ায়-
প্রত্যয় ক্ষয়ের ঠিকানায়,
ডাকবাক্স মুখচোরা স্রোতে ভাসে।


একসময়  নুয়ে পড়ে রক্তপাতের  অন্তঃসার,
মেঘবালিকার  সময়  পাশ ফিরে শুয়ে,
তখন  মুখামুখি প্রবহমান যন্ত্রণায় -
ধূসর  মাটিতে দেবদারুর গন্ধ  মিশে।
বৈতরণীর স্রোতে  নক্ষত্রের  কাব্যে,
যুগন্তরের উপেক্ষায় প্রতিনিয়ত;
মনীষারাই যেন  প্রলাপ ছড়ায়।


দেরাজে দুর্নিবারে ছেঁড়া কান্না;
এটাই শুধু  রইল  সম্পদ।
মানুষ  তো সংর্ঘষে ব্যস্ত,
লড়াইর তাগিদে অপরিক্লান্ত-
প্রাণকণায় সহসা জেগেছিল;
তাই আজ শূণ্য  দেরাজ,
সঞ্চয়  করেছে নিংড়ানো;
অমর্যাদায় জিতে আসা,
মূল্যবোধ হীনতা।