দিন রাত নিরুদ্দেশের তালে,
অবাধ  পৃথিবী কে কার কথা রাখে?
দিন যাপনে  নিয়মিত নৈঃশব্দ,
জন্মান্তরে আরশি ভালোবাসায়-
নাম গোত্রে হিসেব মিলায় না।


কেন শেষে  যোগের অবশিষ্ট অংশ,
মিলাতে পারি না বলতে পারো?
ভৈরবী রাগে নোঙর  বাঁধলে ও-
ভীষন  ক্ষত ভীষন  ভীষন !


আমি  দেখেছি কেমন একজোড়া,
উদাসী নেশা আকড়ে ধরে অগ্নি ঘুঙুরকে।
বাউন্ডুল হয়ে কালের গতিতে  নকশী কথায়,
শব্দের গায়ে মন্দ মেঘ  চিবুক ছুঁয়ে  পুষিয়ে,
নেয় সম্পর্ক আর এই ভাবেই  হয়তো;
অজস্র  ধূলিকণা  শেষ  অবধি নিশ্চুপে-
একদিন হয়ে উঠে  কিংবদন্তি  অশ্বারোহী।