তোমার শ্রান্ত ছোঁয়া কাব্য সাজায়,
তোমায় গায়ে দেখেছি বন্দি -
আকাশের অলংকরণ।
নিস্পন্দ নয়নের সমুখে,
শান্তির অবগাহন তুমি মেঘ।


মেঘ ফিরে দেখ বিষন্নতায় ঘিরবে,
মাটি গন্ধে  আজ শুধু  চোখের  নোনাজল।
শেষমেশ চূর্ণবিচূর্ণ  করো বিস্বাক্ত  নিঃশ্বাস,
তোমার  আকন্ঠ জলের  স্রোতে।


এখানেই  শেষ নয় তোমার  ভালোবাসায়;
ধুয়ে  দাও সমস্ত  মরণব্যাধি পৃথিবীর -
কান্নার  অভিসার ।
ইতিহাস  হও তোমার  ধাত্রীর দ্রুত সুস্থতায়,
নীরবের ধারাপাতে স্বপ্নে জাগে,
উদাস আর্তনাদ শুধু  আরোগ্য-
দাও  না হয় মেঘ সদৃশ্য বার্তায়।