পথহারা মেঘগুলো বৃষ্টির নাম করে ফাঁকি দেয়,
সৃষ্টি প্রতীকী রাস্তায় ছড়িয়ে  রয়েছে হাজার  খানা খন্দ,
ভাবানার কাঁটা জালে আটকে পড়ে থাকা মন মুক্তি চায়।


নিঃশব্দ হয়ে অমৃতাংশু শব্দ তলার আগ্রাসী উল্লাস কত,
ক্ষত সারাবার ইচ্ছে কেন যে কখনো  সায়  দেয় না?


প্রেম পরশে ছলাৎ  জলে ঝলসে পড়া মাতাল শ্লোক,
কখনো জমে থাকা অকালরাতকেও ভালোবাসতে মন চায়।


দগ্ধ দেহাবশেষ মাড়িয়ে  চলে যায়  প্রেমছাড়া সুখ গুলো,
ব্যর্থ  হয়ে পড়ার আগে কিছু  অক্ষর  যদি  নিজেরাই;
নিজের  জাগায় ঠিক  করে নিতো কিংবা  কবিতা হয়ে উঠত।


বলা না বলা  প্রতিটি কথায়ই যেন আজ  সব অবাঞ্ছিত,
নীরবতায় যেন ডুবে আছে রাতের  অলিগলি যেন ছন্নছাড়া-
রঙিন  পৃথিবীর  মধ্যে ও যেন কোথাও  বাস ধূসর পৃথিবীর।


দীর্ঘসময়ের চাওয়া ও ঢেউতে  দিগন্তের  সমান চিৎকার বয়ে!
জ্বলন্তহীন হৃদয়ে মূঢ়তার আপনোদের ঘৃণার রাস্তায় মন।


সর্বস্ব হারিয়ে ছেঁড়াখোঁড়া স্বপ্নের দিকে হাত বাড়িয়ে লড়াই,
আর কতদিন  শান্তির খুঁজে  সমুদ্রের  জলে মন ভাসবে?