বাস্তব নিয়ে  চলতে গিয়ে  -
হয়েছি আমি  নিঃসঙ্গ,
তপ্ত ধুলোর উপর পশলা বৃষ্টির স্রোত,
ক্রমান্বয়ে  ক্ষীণজীবী  হয়।
শব্দ নিয়ে  খেলা  করো তুমি।
গড়ে তুলো শব্দের  পারস্য রজনী!
মানতে চাই -  আজ কঠিন  সত্য,
ভাঁটার শেষে ভাসে জোয়ারে জল;
আসে যদি ঢেউ  হোক  - না সে প্রমত্ত।
আমি   তীব্র দহন-যন্ত্রণায়  জড়িয়ে  থাকি,
জানি তোমার  বুকের মধ্যে  অন্য সুধা।
পাথর-চাপা কান্না নদীর  বুকে  হাঁটতে হাঁটতে,
সেই  মুহূর্তে  বিষাদ ঘন সুখ আশ্লেষ করে।
আজ ঠান্ড রক্তের  মতো আহত অভিমান,
চারদিকে  শুধু  পাত্তয়া  না-পাওয়ার কত চিঠি !
সুখ দুঃখে শূন্য  দিয়ে  ভরে উঠে এই জীবন। ভালোবাসা   আজ ভালোবাসা  নিয়ে  ভালো থাকে;
যখন  প্রত্যাশা  বাস্তবের মুখোমুখি  হয়!