চাওয়া পাওয়া  অনেক  কিছু -
জমে থাকে ঠিক  মেঘের  মতো।
তাই স্বর্গের পবিত্রের মতন বন্ধ,
দেহের চাপে নিজের  ইচ্ছেগুলো।


শুকনো মনের  মাটি  মধ্যে নিঃস্ব;
বিভূতি মেশানো কষ্টের জড়তাকে-
ভুলে ও কী আদিগন্ত ভালোবাসাকে
ভালোবাসা  যায় না কিংবা  নতুন  -
স্বপ্নের বর্ণমালা দিয়ে  আলোর সাম্রাজ্য !


জীবনের নিস্বনটুকু বদলে আলো পথে,
প্রতি মুহূর্ত  গা ভাসিয়ে সন্ন্যাসের তন্ময়তা।


কেন যে অস্থির  অন্ধকারকে ভালোসতে যন্ত্রণা?
বহু চাহিদা,  বহু  আবেগ, বহুতর চাদরে মোড়ানো -
যন্ত্রণা  বাইরে ও নিজের   প্রিয়জনের  ভালোবাসা;
নিতান্তই  কী অবহেলায় বিকিয়ে  দেওয়া  সহজ?


মোহগন্ধে মন্দ অক্ষরেরা ও রাত জেগে গুনে প্রায়শই,
ব্যর্থ জীবকে নতুন  করে জাগিয়ে তোলার নামেও হয়;
নতুন  মহাভারত!  যেখানে  হাজার  লড়াই হয় মন নামক,
যোদ্ধার  রক্তাক্ত ধূসরে রাঙা  গোধূলির ম্লান আলোতে প্রতিনিয়ত।

জীবনের  অঙ্ক কষলে  ঠিক  সামধানের রাস্তা  উঁকি দিয়ে সারা দিত!
কিন্তু আজ জয়ের তিলক আবারও একবার  কলুষিত
ভাবে হেরে -
যায়  ধবংসাত্মক  আত্মহত্যার ঘূর্ণিঝড়ের  অভিশাপে!