স্বপ্নের শহরে  ভালোবাসার সাক্ষী;
নিষ্প্রাণ প্রশ্নেরা হাজার বার রক্তপাতিত হয়।
হৃদয় তৃষ্ণিত কল্পনায়  নীল মেঘমালায় ভেসে যায় ,
চিরকাল  তিমির রজনী সমুদ্রসম হৃদয় থেকে,
নিরবচ্ছিন্ন করে আলোর সমস্ত  অধিপাত্য।


জীবনের অধ্যায় জীবনানন্দের বনলতা সেনের;
চুলের নিশায় অনন্ত ভালোবাসার আকাশ -
হয়ে উঠা হয় না; বরং সহস্র  নাড়ি -ছেঁড়া মায়া।
রাতের সুখ কেড়ে নেয়, এই তো জীবন !!!


আত্নবিলাপ সময়ের ঐকতান  খুঁজে বেড়ায় !
অযথা কালো আধারে সমাজ  রঙ না পাল্টিয়ে;
তুমি  নাও না চিনে  স্বতন্ত্র  ইতিহাস।
জেনে শুনে শূণ্য পথে নাই বা হলো,
মেঘের ক্যানভাস।


অল্প আবেগে উন্মাদ  হলে ও মন ,
যুক্ত বর্ণ ভেঙে  ঠিক  মিলিয়ে নেয় হিসেব।
জমিয়ে রাখা বসন্তের সংলাপ পড়ন্ত,
বিকেলের বেলকুনিতে একা অস্থির।


বছরের  পর বছর  বৃষ্টি আসে শুধু;
ঘাসের  ডগায়  রেখে যায়  না প্রকৃতির গন্ধ।
অনন্তকে ভাঙতে গিয়ে  পৃথিবী একা,
শুকনো পাতায় এখন ও জীবন  বাকি।
সততা সাজায়  শব্দ দিয়ে  আলোর উপাখ্যান।