জীবনের সবটুকু হিসাব-
সিঁড়িভাঙাঅঙ্কের মতো।
জটিলতার  ভালোবাসা -
দিয়ে  মুঁড়ে রাখা প্রস্তরখণ্ড।
ইচ্ছে গুলো আজ ফকির,
স্বপ্নঘোরে দোরে দোরে ফেরে।
সময়  আশাহীন  মূহুর্ত স্পর্শের,
বিষাদঘন সুখকে আশ্লেষ করে।
চূড়া ভাঙ্গা  স্থিরচিত্র  নদীকান্ত;
সর্বভূক হয় তখন।


ঠিক কতটা মেঘাকুর  জমালে,
বৃষ্টির  খিদে সংখ্যাকরণ হয়;
শুধু  প্রহরের নামে সংঘর্ষ  জানে।
বাকিটা  তো সব বাক্সবন্দী!
চাওয়া গুলো তো আলাদিনের চেরাগ নয়,
তবুও দূর পথের আকাঙ্ক্ষার অদ্ভুত ইতস্ততঃ  ভ্রমনে; মনের    গোধূলিতে  মর্মচেদ।
নিথর শব্দ তরঙ্গ  যখন প্রশ্ন করে,
মন তো তখন  উদ্বাস্তু!


অস্তিত্ব  হারানোর  স্রোতে;
ভাসতে ভাসতে ক্ষত গুলো ক্লান্ত।
আঙ্গুল ছোঁয়ানো উদ্ভাসিত,
স্বজনের কন্ঠসুরে দরদী পনার আড়ালে
পরিহাসের অনুকম্পায়  অনিশ্চয়তার পথচলা।


উড়তে চেয়েছিল পাখনাবিহীন,
বিনিদ্র  দিগন্তে স্বপ্ন গুলো;
মেহনতের শরীর জুড়ে।
তবুও,বাস্তব কল্পনার হাতে ধরা দেয় নি।
বেয়ে বেয়ে বালিকা বধূর,
লজ্জার মতো নিস্ফলতার ছায়া;
কিস্তিমাতে  জ্বলেপুড়ে এবার -
মুক্তির আশা  নতুন  ভাবে!


রাতের ঘুম গুলো স্বপ্ন ছাড়া ভীষন একা,
মাঝে মাঝে  সুখ-দুঃখাদির বোধ তাড়াহুড়ো -
করে মাঝ পথে মরীচিকা ধরতে!
কিন্তু হঠাৎ -- 'মিড নাইট ড্রিমস',
ঘাম মাখা ঘুমন্ত শরীরকে জাগিয়ে -
তুলে ধরে উদভ্রান্ত মহাকালে ঠিক যেন;
অন্ধকারে স্বপ্ন ভাঙ্গার  আর্তনাদ।