সহস্র কবর খুঁড়ে নিয়তিবোধের  সীমানা মুছে,
প্রতিদিন অন্বেষণ করে ঝউবনের মাটিতে চাপাকান্না,
আমি  তো শক্ত হতে চাই;  সহজ তো তোমরাই করো।


চাওয়ার ভিত্তরে যদি  আঘাত থাকে; আস্ফালন ও থাকে,
দেওয়াল বেয়ে আসা  নাম না জানা  বটের ঝুরিও আঁকড়ে
বেঁচে থাকতে চায়   নতুন জীবনের একটু কণামাত্র নিয়ে।


উত্তাপে প্রবিষ্ট  আঁচে উষ্ণে ওমে তাপে,
মরা শব্দের  অধরে ওষ্ঠে স্তুতিতে  বিলাপে;
ব্যাথিত !ওজানা কারণে বহে মৃত্যুর  জীবন।


বিপন্নতার দিকে পিঠ করে নেমে আসে মৃত্যুর মিছিল!
কতকালের মেরূদ্যানের ছোটাছুটি থাক না অনুরাগে।


মিশরের  বালিয়াড়ি কলিজার  দুরন্ত  নীল  স্রোত,
পরিযায়ী অজন্মের আড়ালে  অনন্ত  বারন্দায়;
খেয়ালখুশি  এসে যায়  সোনালি রৌদ্রের মায়া।


মরুঝড়ে ভেসে আসে যুগান্ত প্রাচীন  মিনার,
পাকদন্ডী বয়ে নেমে আসে অসমাপ্ত প্রয়াণ বৃষ্টি ।


একবার নতুন  করে হোক না জন্ম না না জীবনের -
নয় একবার  নতুন  করে হোক না শুধু  আত্মার  জন্মান্তর।