অ-প্রেমে শতাব্দী


অভ্যাসের সুতোয় মোড়ে  থাকা-
মেঘের আড়াল বাকরুদ্ধ ভাবে,
গহীনে  ডুব দিতে  চায়।
আমি  আকাশ ছুঁয়ে  দেখেছি,
অভ্যস্ত  সময়ের হাতে জীবন মাত্র ছন্দ।


ইচ্ছে-স্রোতে  ভীন দেশের  মন- পথিক,
ছন্নছাড়া  অব্যক্তে  শিকড় খোঁজে।
জানি,জীবনের কাটাকুটি  হিসেব -
শিখিয়ে  যায় মুক্তো বিন্দুর বিরাট  সমুদ্র !


পাকদণ্ডী বেয়ে  আসা ভালোবাসা;
তিলোত্তমা আঙুলের ভাঁজে।
খোলা খামে অকারণে  নীলিমা,
বারান্দার ঠুঁটে  ধূসর  রেলিং;
আর ভালোবাসার খুঁজে  পৃথিবী।
শেষে মিশে যায় সমস্ত  নৈশঃব্দের,
অ-প্রেমের শতাব্দীর  শুধু  থেকে
ভালোবাসা  আর ভালোবাসা।