শূন্যের ভিতরে   কিছু  শব্দ  একলা,
চাওয়া ও ছিল শব্দের  খুব  সামান্য -
সুখ নদীর দুপাশে  জমে থাকা হাজার;


কষ্ট চুপি চুপি প্রশ্নের সঠিক  ঠিকানা চায়।
প্রতিটা চাওয়া মধ্যে  আজ ও ভূস্বর্গ শাশ্বত,
কপালে  ঘন হয়ে  জমতে থাকে আক্ষেপ।


ধারের সিটে রক্তাক্ত প্রেম তো বেশ চড়ে,
বিষাদের চাতাল  ছুঁয়ে  নেশাগ্রস্ত  দীর্ঘ শ্বাস!


শব্দেরা বিভিন্ন  দিক থেকে জ্যোৎস্না মাখা;
রাতকে ঘূর্ণি ঘোরে বিভ্রান্ত  করে শতবার।


কাহিনীর  শুরুতেই গল্প  গুলো ছিল  তালাবন্দী ;
অসম্পর্কের ঋণে মন আজ দিয়েছে  ক্ষতিপূরণ।


ভালোবাসার বুকে  প্রতি প্রশ্নের  হাজার  জন্ম,
অন্তরস্থল কেঁপে ওঠে ইচ্ছার  মায়াময় অনুভূতিতে !


আলো অর্ধস্মিত লাস্য লালনে হ্লাদিনী পথচলায়,
এমনি করেই প্রেম জোয়ারে ভেসে আসে অস্থির প্রশ্ন।